চীনের নারকেল পানির শীর্ষে আইএফ ব্র্যান্ড
প্রতিবেদক: থাইল্যান্ডে বেড়ে ওঠা পংসাকর্ন পংসাকের প্রিয় পানীয় ছিল কচি নারকেলের পানি। দেশজুড়ে রাস্তার দোকানে সহজলভ্য এই পানীয় তার দেশে স্বাভাবিক হলেও, বিদেশে গিয়ে তিনি সেই স্বাদ খুঁজে পাননি। সেই অভাব থেকেই তাঁর মনে জন্ম নেয় এক ব্যবসায়িক ধারণা—থাই নারকেলের পানি বোতলজাত করে বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার। ৪৫ বছর বয়সী পংসাকর্ন ব্যাংকক থেকে ফোর্বস ম্যাগাজিনকে […]