পাম অয়েলের বাজার ঊর্ধ্বমুখী, ভারতীয় আমদানি বেড়েছে ৮৪ শতাংশ
প্রতিবেদক: ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি তেলের দামে উল্লম্ফনের প্রভাবে পাম অয়েলের বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত শুক্রবার মালয়েশিয়ার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্ট ডেলিভারির চুক্তিতে পণ্যটির দাম বেড়েছে ৮৮ রিঙ্গিত বা ২ দশমিক ২৯ শতাংশ। টনপ্রতি নতুন মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৭ রিঙ্গিতে (৯২৫ ডলার ৫২ সেন্ট)। পুরো সপ্তাহজুড়ে সামান্য হলেও মূল্য বেড়েছে […]